হারে বছর শেষ ম্যানসিটির, হোঁচট আর্সেনালের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:25:39

ঘুরে দাঁড়াতে পারল না ম্যানচেস্টার সিটি। হার দিয়ে শেষ হলো জায়ান্ট ক্লাবটির বছর। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৮ সালের নিজেদের শেষ ম্যাচে বুধবার ২-১ গোলে তাদের হারাল লেস্টার সিটি।

বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে নেমে হোঁচট খেয়েছে আর্সেনাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন সঙ্গে বুধবার রাতে ১-১ ড্র করেছে গানাররা। তবে নিউক্যাসল ইউনাইটেডকে অনায়াসেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শীর্ষে থাকা লিভারপুল। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারাল চেলসি। ইডেন হ্যাজার্ড করেন দুটি গোল। একইভাবে পল পগবার জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনকে ৩-১ ব্যবধানে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

লেস্টারের মাঠে বুধবার ১৪তম মিনিটে লিড নেয় ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর পাস থেকে বল পেয়ে গোল করেন বের্নার্দো সিলভা। যদিও ১৯তম মিনিটেই সমতা ফেরায় লেস্টার। জেমি ভার্ডির ভাসানো ক্রসে দুর্দান্ত হেড মার্ক অলব্রাইটনের (১-১)। এক পর্যায়ে অবশ্য মনে হচ্ছিল ড্র হতে যাচ্ছে ম্যাচটি। কিন্তু ৮১তম মিনিটে স্বাগতিক সমর্থকদের মনে স্বস্তি এনে দেন রিকার্দো পেরেইরা (২-১)।

এই জয়ে ম্যানচেস্টার সিটি ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে আছে তৃতীয়স্থানে। ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লেস্টার।

প্রতিপক্ষের মাঠে ৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পিয়েরে-এমেরিক আউবামেয়াং গোলে দল লিড পেলেও এরপর একাধিক মিস করেছেন তিনি। তার মাশুল দিয়েছে দল। এরমধ্যে ৩৭তম মিনিটে এসে সমতায় ফেরে অ্যালবিওন। গোলদাতা ইয়ুর্খেন লোকাডিয়া (১-১)। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দুই দল।

এ অবস্থায় ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হেসেখেলে জিতেছে লিভারপুল। খেলার ১১তম মিনিটে নিউক্যাসলের বিপক্ষে দলকে এগিয়ে দেন দেইয়ান লোভরেন। ৪৭ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। এবারের মৌসুমে লিগে এটি তার ১২ নম্বর গোল।

৭৯তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জারদান শাকিরি। এরপর ৮৫তম মিনিটে হেডে শেষ গোলটি করেন ফাবিনিয়ো।

প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের অর্জন ৫১ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর