সেমি নিশ্চিতের ম্যাচে ফিল্ডিং করবে অজিরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-07 14:24:12

অজিদের বিশ্বকাপ শুরু হয়েছিল হোঁচট দিয়েই। শুরুর দুই ম্যাচেই হার এবং তখনকার ফর্ম বিবেচনায় আশঙ্কা করা হচ্ছিল শেষ চারে হয়তো পৌঁছাতে পারবে না বিশ্বকাপে সবচেয়ে সফল দলটি। তবে সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুঝিয়েছে কেন তারা সফল। টানা পাঁচ ম্যাচ জয়ে সেমির একদম দ্বারপ্রান্তে প্যাট কামিন্সের দল।

অন্যদিকে স্বপ্নের মতো এক বিশ্বকাপ পার করছে আফগানরা। সাত ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। এর আগে ওয়ানডে বিশ্বকাপের দুই আসরে কেবল একটি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। সেখান থেকে এখন তারা সেমির আশা দেখছে। বাকি দুই ম্যাচে অন্তত জিতে রান-রেটের মারপ্যাঁচ এড়ালেই পৌঁছে যাবে শেষ চারে। দল দুটি আজ মুখোমুখি হচ্ছে নিজেদের অষ্টম ম্যাচে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ফজলহক ফারুকির বদলে ফিরেছেন আরেক পেসার নাভিন-উল-হক। অন্যদিকে অজিদের একাদশে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাকওয়েল। বাদ পড়েছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল-হক।

 

এ সম্পর্কিত আরও খবর