স্পিন শক্তি বাড়িয়ে বাংলাদেশ সফরে কিউইরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-07 11:40:00

ওয়ানডে বিশ্বকাপে রাচিন রবীন্দ্রের পারফর্ম তাক লাগানোর মতোই। খেলেছেন বিশ্বকাপে কেবল সাত ম্যাচ। তাতেই নিউজিল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক তিনি। সাদা বলে বিশ্বজুড়ে নজর কাড়ার পর লাল বলেও পেলেন দ্রুতই সুযোগ। তাকে দলে নেওয়ায় স্পিন বিভাগও পাবেন সুবিধা। বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন সহায়ক। এমন টি মাথায় রেখেই দলের স্পিন বিভাগকে শক্তিশালী করে বাংলাদেশে সফরে টেস্ট সিরিজের জন্য ১৫-সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে উইলিয়ামসনরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হবে ২৮ নভেম্বর। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর, মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

চলতি বিশ্বকাপে বল হাতে দারুণ ছন্দে আছেন মিচেল স্যান্টনার। বিশ্বকাপের আগে বাংলাদেশে সাদা বলের সিরিজে দারুণ নৈপুণ্য দেখানো ইশ সোধিও আছেন দল। এছাড়াও স্পিন আক্রমণ সামলাতে তাদের সঙ্গ দেবেন রাচিন, এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস।

দলের নেতৃত্বে থাকবেন পেসার টিম সাউদি। এছাড়াও দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন।

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

 

 

এ সম্পর্কিত আরও খবর