চোটে বিশ্বকাপ শেষ শানাকার, দলে করুনারত্নে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-15 09:48:18

ইনজুরি যেন পিছুই ছুটছেনা শ্রীলঙ্কার। এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও ভুগছে দলটি। প্রথম দুই ম্যাচেই হেরে দলটি ইতিমধ্যেই আছে ব্যাকফুটে। এরই মধ্যে দলটি পেল দুঃসংবাদ। চোট পড়েছেন তাদের অধিনায়ক দাশুন শানাকা। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রিজার্ভে থাকা চামিকা করুনারত্নে।

গত ১০ অক্টোবর পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পান শানাকা। সেখান থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগবে তার। ততদিনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে থাকবে। ফলে বিকল্পকেই ভাবতে হলো ১৯৯৬ আসরের চ্যাম্পিয়নদের।

চোটের কারণে গত মাসে হয়ে যাওয়া এশিয়া কাপে দলের মূল কয়েকজনকে ছাড়াই খেলতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে বিশ্বকাপের আগে চোট কাটিয়ে দলে ফেরেন দুই পেসার দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা। তবে চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুশমান্তা চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার।

শানাকার জায়গায় দলে জায়গা মিলেছে আরেক পেস বোলিং অলরাউন্ডার করুনারত্নের। শ্রীলঙ্কার হয়ে এর আগে খেলেছেন ২৩টি একদিনের ম্যাচ।

এ সম্পর্কিত আরও খবর