টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-14 16:04:20

প্রস্তুত লড়াইয়ের মঞ্চ। প্রস্তুত আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী হতে মাঠে হাজির লক্ষাধিক দর্শক। এমন উত্তেজনায় ঠাসা এক ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ডেঙ্গু মুক্ত হয়ে ভারতের একাদশে ফিরেছেন শুভমান গিল।

বিশ্বকাপের হাই-ভোল্টেজ এক ম্যাচ। যদিও সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে জয় ‍তুলেছে ভারত। সবশেষ এশিয়া কাপেও ভারতের বিপক্ষে রেকর্ড ২২৮ রানে হারের দগদগে ক্ষত এখনও শুকায়নি পাকিস্তানের। শুধু এই হার নয় মুখোমুখি সবশেষ পাঁচ দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সবকিছুর জবাব হতে পারে একটা জয়। বিশ্বমঞ্চে ভারতকে হারাতে পারলেই হতে পারে শাপমোচন।

প্রতিপক্ষের মাঠ, দর্শক সমর্থন কিংবা সাম্প্রতিক ফর্ম; এসবে কিছুই আসে যায় না। লক্ষ্য এক এবং অদ্বিতীয়; যেকোনো মূল্যে জয় চায় পাকিস্তানের। ভারতের লক্ষ্যটাও আলাদা কিছু নয়। নিজেদের দম্ভ কিছুতেই হারাতে চায় না রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বসেরার মঞ্চে জানান দিতে চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এগিয়ে তারায়। আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শককে তারই সাক্ষী করতে চায় ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি।

এ সম্পর্কিত আরও খবর