আইসিসি না বিসিসিআই; পিচ প্রশ্নের উত্তর পেলেন হাফিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-14 16:04:20

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। উত্তাপ তো ছড়াবেই। স্বাভাবিকভাবেই কথার লড়াইয়ে জড়িয়েছেন দু,দলের সাবেক ক্রিকেটাররা। এই যেমন পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। বলেন, পিচ বানায় কে? বিসিসিআই না আইসিসি। জবাব দিতেও ভুল করেনি ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া।

একই মাঠে পিচের দুই রকম আচরণ নিয়ে প্রশ্ন তুলে হাফিজ বলেন, ‘দেখতে দরকার পিচ নিয়ে কে সিদ্ধান্ত নিচ্ছে—আইসিসি না বিসিসিআই। এখন পর্যন্ত ৩ ভেন্যুতে দুটি করে ম্যাচ হয়েছে—হায়দরাবাদ, দিল্লি ও ধর্মশালা। ওই ৩ ভেন্যুতে একই রকম পিচ দেখা গিয়েছে। চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতোই পিচ দেখা যায়, তা হলে বুঝতে হবে সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি। আর যদি পিচ বদলে যায়, তাহলে বুঝতে হবে পিচ পরিবর্তন হচ্ছে কার কথায়।’

বিসিসিআই যে পিচ কিউরেটরদের ওপর প্রভাব বিস্তার করতে পারে না সেটাও মনে করিয়ে দিয়েছেন হাফিজ, ‘বিশ্বকাপে আইসিসির ওপর বিসিসিআই প্রভাব খাটাতে পারে না। পিচ কিউরেটরদের আইসিসির নির্দেশনা মেনেই কাজ করা উচিত।’

হাফিজের প্রশ্নের জবাবে আকাশ চোপড়া বলেন, ‘ভাই, চেন্নাইসহ ভারতের অন্য ভেন্যুগুলোর পিচ এখন আলাদা মাটি দিয়ে বানানো হয়। লাল-কালো ও মিশ্র। তুমি নিশ্চয় জানো, আলাদা মাটি দিয়ে পিচ বানালে ভিন্নধর্মী আচরণ করে। তাই পিচে আমূল পরিবর্তন দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। পিচের ক্ষেত্রে মাটির চরিত্রটাও বুঝতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর