ব্যাটিং অর্ডার পরিবর্তন প্রশ্নের উত্তর নেই শান্তর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-14 16:04:40

বিশ্বকাপ যেন পরীক্ষানিরীক্ষার আদর্শ এক জায়গা। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন দেখলে অন্তত সেটিই মনে হবে যে কারো। বিশ্বকাপের আগেও যেখানে নাজমুল শান্ত, সাকিব, হৃদয় ও মুশফিকদের ব্যাটিং অর্ডার ছিল ফিক্সড। বিশ্বকাপ শুরু পর থেকেই সেখানে দেখা যাচ্ছে ব্যাপক পরিবর্তন।

কে কোন পজিশনে ব্যাট করতে নামবেন তা যেন এক বিরাট গোলকধাঁধা। ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তনের কারণই কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় হারের পর জানতে চাওয়া হয়েছিল দলের সহ-অধিনায়ক নাজমুল শান্তর কাছে।

নিজের পছন্দের তিন নম্বর ছেড়ে চার নম্বরে ব্যাট করতে হচ্ছে শান্তকে। ৭ ও ৮ নম্বরের মেহেদী মিরাজ ব্যাট করছেন তার জায়গায়। পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয় ব্যাট করতে নামছেন সাত নম্বরে। সব মিলিয়ে ব্যাটিং অর্ডারের হযবরল অবস্থা। এমন পরিবর্তনের কারণ কি? এমন প্রশ্নে শান্ত বলেন, ‘এ নিয়ে কোচ ও অধিনায়ক ভালো বলতে পারবেন। আমরা যারা ব্যাটিং করি, তারা সবাই প্রতি ম্যাচের আগে থেকেই জানি কে কখন ব্যাট করতে নামবে। কিন্তু এর পেছনের কারণ শুধু অধিনায়ক-কোচই পরিষ্কার করে বলতে পারবেন।’

প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তন মানিয়ে নিতে কষ্ট হয় কিনা ব্যাটারদের; এমন প্রশ্নে শান্ত বলেন, ‘সত্যি বলতে কী একটু মানিয়ে নিতে হয়। আমার মনে হয়, এখানে সবার সেই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করার অভ্যাস প্রয়োজন। এটা হঠাৎ করেই হয়, তা নয়। সব ব্যাটার সেটা জানে। এ নিয়ে চিন্তা করার খুব প্রয়োজন নেই। অধিনায়ক ও কোচ যেভাবে সিদ্ধান্ত নেন, আমরা সেভাবে ব্যাটিং করার চেষ্টা করি।’

এ সম্পর্কিত আরও খবর