ম্যাচ শেষেই হাসপাতালে সাকিব, উইলিয়ামসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-14 16:04:41

এক ম্যাচে দুই দলের অধিনায়কই ইনজুরিতে পড়েছেন। সাকিব আল হাসান ও কেন উইলিয়ামসন দুজনকেই শুক্রবার রাতের ম্যাচের পর হাসপাতালে ছুটতে হয়েছে। স্ক্যানিং করানো হয়েছে তাদের। সাকিব বাম পায়ের পেশির ইনজুরিতে পড়েছেন। রগে টান পড়েছে। 

দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে জানান, স্ক্যানিংয়ের জন্য গেছেন তিনি। স্ক্যানিং রিপোর্ট শেষে তার ইনজুরির সার্বিক অবস্থা সম্পর্কে জানা যাবে।

বাংলাদেশ অধিনায়কের মতো একই সমস্যায় পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। ইনজুরি কাটিয়ে তিনি শুক্রবার প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলতে নামেন। লম্বা সময় উইকেটে ছিলেন। ৭৮ রান করেন। চেন্নাইয়ের প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক। ফিল্ডারের থ্রোতে উড়ে আসা বলে হাতে চোটও পান তিনি। হাফসেঞ্চুরির পর পরিস্কার বোঝা যাচ্ছিল দৌড়াতে তার কষ্ট হচ্ছে। তবুও ব্যাট হাতে ঠিকই লড়ে যান। ম্যাচে তখন জয় নিউজিল্যান্ডের জন্য সময়ের ব্যাপার মাত্র। তখনই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

নিউজিল্যান্ডের মিডিয়া ম্যানেজার জানান, তার চোটের স্ক্যানিং করানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর