আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দিন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। দ্বিতীয় ম্যাচেও সেই ফর্ম টেনে এনেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে ফিফটি তুলে ৫১ রানে সাজঘরে ফিরেছেন তিনি। উইল ইয়াংয়ের ৭০ রানের পর তার ফিফটিতে ডাচদের বড় টার্গেট ছুড়তে ব্যাট করছে কিউইরা। উইকেটে আসা টম লাথ্যামকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন ড্যারেল মিচেল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেটে ১৮৬ রান।
হায়দরাবাদে এদিন টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট হাতে কিউইদের দারুণ শুরু এনে দিয়ে ওপেনার ডেভন কনওয়ে ফিরেন ৩২ রানে। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ফিফটি তুলে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন ইয়াং। তবে ৭০ রানে ফিরতে হয়েছে তাকে। এরপর মিচেল এসে সঙ্গ দেন রাচিনকে।
আগের দিন সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকা রাচিন এদিনও পেয়েছেন ফিফটির দেখা। তবে আজ আর ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ফন ডার মারওয়ের শিকার হন তিনি।