মাহমুদউল্লাহকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 12:40:15

মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শনিবার (১২ আগস্ট) এই দল ঘোষণা করেন।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দল পাওয়া তামিম এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচেও খেলেননি।

সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন বলেন, অধিনায়ক, কোচ সবার সঙ্গে পরামর্শ করেই দল নির্বাচন করা হয়েছে

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দলে মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। 

এ সম্পর্কিত আরও খবর