ঢাকায় আইসিসি বিশ্বকাপ ট্রফি, রাখা হবে পদ্মা সেতুতে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 19:00:01

তিন দিনের জন্য রোববার (৬ আগস্ট) রাতে ঢাকায় এসেছে আইসিসি বিশ্বকাপ ট্রফি।

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি সফরের প্রতিদিনের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইকনিক ট্রফিটি প্রদর্শনের জন্য পদ্মা সেতুকে হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া ১ এ আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হবে।

৮ আগস্ট হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং মিডিয়া সদস্যদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।

পরের দিন, ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমল ট্রফিটি রাখা হবে।বিশ্বকাপ শুরুর ১০০ দিনের ক্ষণ গণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।

এরপর ১শ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমণ করছে ট্রফিটি।
বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফিটি।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এ ইভেন্টটি।

এ সম্পর্কিত আরও খবর