রিয়ালের প্রতিপক্ষ আয়াক্স, বার্সার মুখোমুখি লিওঁ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:39:21

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিনবারের চ্যাম্পিয়নরা সেরা ষোলতে লড়বে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের সঙ্গে। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনারও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে। লিওনেল মেসিরা ষোলর লড়াইয়ে পেয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে।

সুইজারল্যান্ডের নিওঁতে সোমবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠান।

‘জি’ গ্রুপের গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠে রিয়াল। আয়াক্স 'ই' গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ষোলতে উঠেই পেয়েছে জায়ান্টদের। একইভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বার্সা। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ‘এফ’ গ্রুপে রানার্সআপ লিওঁকে পাচ্ছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে লিভারপুলের সামনে অবশ্য কঠিন প্রতিপক্ষ।পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়বে ইংলিশ জায়ান্টরা। একইভাবে শক্ত পরীক্ষার মুখে জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদকে।

আবার ম্যানচেস্টার ইউনাইটেডও আছে চাপের মুখে। ইংলিশ জায়ান্টরা মুখোমুখি নেইমারের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের।

শেষ ষোলোতে কে কার মুখোমুখি

ম্যাচ ১ : ম্যানচেস্টার সিটি বনাম শালকে০৪
ম্যাচ ২ : অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্টাস
ম্যাচ ৩ : ম্যানচেস্টার ইউনাইটেড বনাম প্যারিস সেন্ট জার্মেই
ম্যাচ ৪ : টটেনহ্যাম বনাম বরুশিয়া ডর্টমুন্ড
ম্যাচ ৫ : অলিম্পিক লিওঁ বনাম বার্সেলোনা
ম্যাচ ৬ : রোমা বনাম পোর্তো
ম্যাচ ৭ : আয়াক্স বনাম রিয়াল মাদ্রিদ
ম্যাচ ৮ : লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ

এ সম্পর্কিত আরও খবর