র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 21:04:41

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সাফল্যের পুরস্কারটা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে গেছেন মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই বোলার। একইসঙ্গে মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

সদ্য শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৫ উইকেট নিয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। ৫ নম্বরে উঠে আসা এই পেসারের এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৫ রেটিং পয়েন্ট। এবারই প্রথম সেরা পাঁচে জায়গা পেলেন তিনি।

আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টাইগার বোলারদের মধ্যে শুধু্ সাকিব আল হাসানকেই দেখা গেছে। ২০১০ সালে স্পিনার আব্দুর রাজ্জাক দুই নম্বরে উঠে এসেছিলেন। এবার ৫ নম্বরে জায়গা পেলেন দ্য ফিজ।

উইন্ডিজের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নেন মিরাজ। ওয়ানডেতে ১৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন এই স্পিনার। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও শিকার ৬ উইকেট। টাইগার ক্যাপ্টেন দশ ধাপ এগিয়ে রয়েছেন ২৩ নম্বরে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। এরপরই আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এগিয়ে তামিম ইকবাল। অবশ্য নীচে নেমে গেছেন তিনি। ১৪ থেকে এখন আছেন ১৫ নম্বরে। মুশফিকুর রহিম এরপরই রয়েছেন। সৌম্য সরকার ১০ ধাপ এগিয়ে আছেন ৪২ নম্বরে। ওয়ানডে সিরিজের সেরা ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ ১৭ ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে। আর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের বিরাট কোহলি। এরপরই ভারতের আরেক ক্রিকেটার রোহিত শর্মা।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে সাকিব আল হাসান। ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আফগানিস্তানের রশিদ খান। সাকিব ৩৫২ নিয়ে আছেন এরপরই।

এ সম্পর্কিত আরও খবর