শচীনকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কোহলি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 12:04:21

বিস্ময়কর এক প্রতিভা তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই চলছে দাপট। ব্যাট হাতে মাঠে নামা মানেই যেন রান ফোয়ারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে খেলে যাওয়ার আরো একটা পুরস্কার মিলল বিরাট কোহলির। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিয়েছেন শতরান। আর টপকে গেছেন স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে বিরাট ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরি। সামনে আছেন আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান।

রোববার বিরাটের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও পার্থ টেস্টে চাপে আছে ভারত। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান। এর আগে ১ম ইনিংসে তাদের ৩২৬ রানের জবাবে ভারত ২৮৩ রানে অলআউট।

তবে দিন ছিল কোহলির। পার্থের দ্রুতগামী উইকেটে দারুণ এক শতরান তুলে নিয়েছেন ভারত অধিনায়ক। ২৫তম টেস্ট শতক পেলেন ১২৭ ইনিংসে। ইতিহাস জানাচ্ছে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি শতরান করা শচীন ২৫ সেঞ্চুরি করতে খেলেন ১৩০ ইনিংস। তাকে টপকে গেলেন কোহলি। তবে ব্র্যাডম্যানকে টপকানোটা মিশন ইমপসিবল যে কোন ব্যাটসম্যানের। ২৫ টেস্ট সেঞ্চুরি করেন মাত্র ৬৮ ইনিংসে।

অস্ট্রেলিয়ায় বিপক্ষে রোববার ৬ নম্বর শতরান করেন কোহলি। এখানে শচীনকে ছুঁয়ে ফেললেন তিনি। ২০ টেস্টে এই কীর্তি গড়েন শচীন। আর কোহলি করলেন মাত্র ১০ টেস্ট খেলেই।

এদিকে পার্থ টেস্টের তৃতীয় দিনে দাপট অজিদেরই। স্বাগতিকদের লিড এখন ১৭৫ রানের। সকালে যদিও সুবিধাজনক অবস্থানেই মাঠে নেমেছিল ভারত। ৩ উইকেটে ১৭২ রান নিয়ে শুরু করেও ২৮৩ রানে শেষ তাদের ইনিংস। অফস্পিনার নাথান লায়ন ৬৭ রান দিয়ে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।

জবাব দিতে নেমে মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ গড়েন ৩৩ রানের উদ্বোধনী জুটি। মোহাম্মদ শামির বলে ডান হাতের আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়েন ফিঞ্চ। ২৫ রান তুলে অবসরে যান তিনি। এরপর অবশ্য চাপে পড়ে অজিরা। ২০ রান করা হ্যারিসকে ফেরান জাসপ্রিত বুমরাহ। এরপর দ্রুত ফিরেন শন মার্শ (৫) ও পিটার হ্যান্ডসকম্ব (১৩)। ট্রাভিস হেড ১৯ রানে কাটা পড়েন।

তবে উসমান খাজা দ্বায়িত্ব নিয়ে খেলে যাচ্ছেন। ১০২ বলে ৪১ রানে অপরাজিত তিনি। সঙ্গে ৮ রান নিয়ে আছেন অধিনায়ক টিম পেইন।

এ সম্পর্কিত আরও খবর