ল্যাথামের শতরানে লিড কিউইদের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 07:01:59

আগের দিনই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের চাপে ফেলেছিলেন নিউজিল্যান্ডের বোলারদের। রোববার ব্যাটসম্যানদের দাপট। তারই পথ ধরে ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণ এখন কিউইদের হাতে। ম্যাচে শতরান তুলে নিয়েছেন টম ল্যাথাম। কিন্তু নার্ভাস নাইনটিজে ফিরে গেছেন কেন উইলিয়ামসন। তারপরও দিন শেষে স্বাগতিকদের হাসিমুখ।

উইলিয়ামসনের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি ১ম ইনিংসে বড় সংগ্রহের পথে কিউইরা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তুলেছে ৩১১ রান। ২৯ রানের লিড নিয়েছে তারা। ল্যাথাম ১২১ ও টেলর ৫০ রানে সোমবার সকালে ব্যাট করতে নামবেন।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৮২ রানে। ৬ উইকেট নেন টিম সাউদি।

বেসিন রিজার্ভের সবুজ উইকেটে শ্রীলঙ্কান বোলাররা তেমন সাফল্য তুলে নিতে পারেনি। অবশ্য উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দুর্দান্ত খেলেছে কিউই ব্যাটসম্যানরা। শুরুতেই জিত রাভাল ও ল্যাথাম ধৈর্যের পরীক্ষা দিয়ে ২৩ ওভারে তুলেন মাত্র ৫৯ রান। রাভাল ৭০ বলে ৪৩ রান তুলে ধরেন সাজঘরের পথ।

এরপর ওয়ানডে স্টাইলেই খেলছিলেন উইলিয়ামসন। ধনাঞ্জয়া ডি সিলভার বলে সুইপ করতে গিয়ে সাজঘরে ফিরেন কিউই অধিনায়ক। ৯৩ বলে ৯১ রান তুলে আউট তিনি। এরপরই ৯০ রানের জুটি গড়েন ল্যাথাম-টেলর। ১১ টেস্ট অপেক্ষা শেষে শতরানের দেখা পান ল্যাথাম। ২৫৬ বলে দেখা পান তিন অঙ্কের।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮২/১০ (ডিকভেলা ৮০, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫)

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ওভারে ৮৪ ওভারে ৩১১/২ (রাভাল ৪১, ল্যাথাম ১২১*, উইলিয়ামসন ৯১, টেলর ৫০*; পেরেরা ০/৫৯, কুমারা ১/৭৯, ডি সিলভা ১/৩০)

এ সম্পর্কিত আরও খবর