বেনজেমার গোলে চেনা পথে রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:25:41

সত্যিকার অর্থেই দুঃসময়ে আছে রিয়াল মাদ্রিদ। আগের সেই ছন্দ হারিয়ে ফেলেছে সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। আরেকটি হলে অবনমনের শঙ্কায় থাকা দল রায়ো ভাইয়েকানোর কাছেই পয়েন্ট হারাতে যাচ্ছিল দলটি। কিন্তু করিম বেনজেমার গোলে রক্ষা। এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।

শনিবার নিজেদের মাঠ বার্নাব্যুতে ১-০ গোলে ভাইয়েকানোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সিএসকেএ মস্কোর কাছে ০-৩ গোলে হারের পর জয়ে ফিরল দল। সান্টিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মস্কো ইতিহাসের সবচেয়ে বড় হার উপহার দিয়েছে তাদের। সেই ধাক্কা সামলে চেনা পথে ফিরল দল।

শনিবার অবশ্য ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। লুকাস ভাসকেসের পাসে দেখার মতো এক গোল করেন বেনজেমা। এবারের লিগে এটি এই ফরাসি প্লেমেকারের ৬ নম্বর গোল।

এরপর ম্যাচের পুরোটা সময় দাপট থাকলেও নিশানা খুঁজে পায়নি স্বাগতিকরা। মার্কো আসেনসিও, লুকা মডরিচরা বারবারই হতাশ করেছেন। তবে ইনজুরি সময় উল্টো গোল খেয়েই যাচ্ছিল রিয়াল। গোলকিপার থিবো কোর্তোয়ার দক্ষতায় রক্ষা। আলেক্স আলেগরিয়ার বাইসাইকেল কিক আটকে দিয়েছিলেন। এরপর উরুগুয়ের ডিফেন্ডার এমিলিয়ানোর শটও ফিরিয়ে দেন কোর্তোয়া।

এই জয়ে রিয়াল ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৩-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। অঁতোয়ান গ্রিজমান করেছেন দুই গোল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরে ফেলেছে তারা। যদিও লিওনেল মেসিরা একটি ম্যাচ কম খেলেছেন।

এ সম্পর্কিত আরও খবর