বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ টাকা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:23:44

আগামী বিপিএলে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৮০ লাখ টাকা। আর সর্বনিম্ন ৫ লাখ টাকা। বিদেশী ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক হবে ৮০ হাজার মার্কিন ডলার।

তবে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। অবশ্য কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে সরাসরি চুক্তিতে যে কোনো একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে। এর বাইরে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কেনার সুযোগ তো থাকছেই।

বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ২০২৩ সালের ৬ জানুয়ারি। খেলা হবে তিন ভেন্যুতে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)। সবমিলিয়ে ম্যাচ হবে ৪৬টি। উদ্বোধনী অনুষ্ঠান না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি গুলো হলো - ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

এ সম্পর্কিত আরও খবর