অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:36:16

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের মেয়েরা। পুরো আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো দেশের কন্যারা। নাটকীয় ও শ্বাসরুদ্ধকর ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে নিগার সুলতানার বিগ্রেড। মেয়েদের ফুটবলের পর এবার মেয়েদের ক্রিকেট থেকে এলো সুখবর। 

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাঘিনীদের আগুনে বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮* রানে অপরাজিত থেকে যান আরলিন কেলি। ১৯ রান যোগ করেন ম্যারি ওয়ালড্রোন। এইমিয়ার রিচার্ড সন এনে দেন ১৮ রান। কারা মারে ১৩ ও লরা ডেলানি করেন ১২ রান। 

রুমানা আহমেদ ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন সোহেলী আক্তার, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।

গ্রুপ পর্বে এর আগে বাংলাদেশের মেয়েদের কাছে ১৪ হার মেনেছিল আইরিশ মেয়েরা। কিন্তু ফাইনালে তার প্রতিশোধ নিতে পারল না ইউরোপের দলটি। 

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ফারজানা হকের (৬১) ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ২১ রান যোগ করেন রুমানা আহমেদ।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন লরা ডেলানি। দুটি করে উইকেট নেন কারা মারে ও আরলেন কেলি।

এ সম্পর্কিত আরও খবর