চ্যাম্পিয়ন মেয়েদের বরণে প্রস্তুত বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 19:42:03

ঐতিহাসিক সাফ শিরোপা নিয়ে নেপাল থেকে আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবলাররা। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে দক্ষিণ এশিয়ার সেরা টিম। বিমানবন্দরে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে ফুটবলারদের বরণ করে নেবে।

সভাপতি কাজী সালাউদ্দিন বিমানবন্দরে যাচ্ছেন না। তবে যাবেন বাফুফের অন্য কর্মকর্তারা যাবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন বিমানবন্দরে।

বিমানবন্দরে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছা শেষে খেলোয়াড়রা ছাদ খোলা বাসে করে যাবেন বাফুফে ভবনে।

ফুটবলারদের নিয়ে ছাদ খোলা বাস বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে পৌঁছবে। বাফুফে ভবনে সাবিনাদের বর্ণ করে নেবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

মতিঝিল বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে ছাদ খোলা বাস। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

এ সম্পর্কিত আরও খবর