লা লিগার শীর্ষে মেসির বার্সা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:39:06

গোল উৎসব করার মেজাজ নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। কারণটাও সংগত, লড়াইটা যে ছিল নিচের সারির দল ভিয়ারিয়ালের সঙ্গে। তবে ছন্দে দেখা যায়নি কাতালান ক্লাবটির ফুটবলারদের। তারপরও জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। জেরার্ড পিকে আর কার্লেস আলেনার গোলে স্বস্তি ফেভারিটদের।

রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ২-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। আর এই জয় দলটিকে নিয়ে গেছে স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে।

অবশ্য এলোমেলো ফুটবল না খেললে ব্যবধানটা আরো বড়ই হতে পারতো বার্সার। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যেতে পারতো দলটি। লিওনেল মেসির প্রচেষ্টা অবশ্য সফল হতে দেননি প্রতিপক্ষের গোলকিপার। খেলার ১৭তম মিনিটে ইভান রাকিতিচের পোস্ট চুমু খেয়ে চলে যায় মাঠের বাইরে। এরপর উসমান দেম্বেলের প্রচেষ্টাও ব্যর্থ হলে হতাশা ছড়িয়ে পড়ে বার্সা শিবিরে।

তবে ৩৬তম মিনিটে এসে গোলের দেখা পায় কাতালান ক্লাবটি। উসমান দেম্বেলের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে দেন পিকে (১-০)। পরের গোলটি অবশ্য শেষদিকে পেয়েছে বার্সা। ৮৭তম মিনিটে মেসির পাস ধরে গোল করেন দলের ২০ বছর বয়সী ফুটবলার আলেনা।

স্প্যানিশ প্রিমেরা লিগায় এখন ১৪ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। তাদের অর্জন ২৮ পয়েন্ট। সেভিয়া ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে এরপরই।

আতলেতিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। অার ফেভারিট রিয়াল মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে আছে লা লিগার টেবিলে পঞ্চমস্থানে।

এ সম্পর্কিত আরও খবর