সোহান যোগ্য ক্যাপ্টেন: সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:48:27

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদকে। এনিয়ে আলোচনা যেন কিছুতেই শেষ হবার নয়। 

তবে সাকিব আল হাসান জানিয়েছেন যোগ্যতা আছে বলেই অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে সোহানের কাঁধে। চট্টগ্রামে ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে ডিবিএল সিরামিকের নতুন একটি শাখা উদ্বোধনের সময় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টেই খারাপ খেলেছে টাইগাররা। তবে লাল বলের ক্রিকেটে উন্নতি আসবে। এজন্য সময় প্রয়োজন। সাকিব বলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্র্যানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’

এ সম্পর্কিত আরও খবর