সামনে নেতৃত্বের চ্যালেঞ্জ, তবুও গর্বিত সোহান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:48:16

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে পাঠানো হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে টাইগারদের নেতৃত্বের গুরুভার বর্তেছে নুরুল হাসান সোহানের কাঁধে।

অধিনায়কত্ব পেয়ে আজ রোববার মিরপুরের আনুষ্ঠানিকভাবে প্রথমবার সংবাদ সম্মেলন হাজির হন সোহান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জানালেন, নেতৃত্ব পেয়ে গর্বিত তিনি। তবে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন না।

সোহান বলেন, ‘এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নাই। আমি নরমাল থাকারই চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার তবে রোমাঞ্চের কিছু নাই। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আবার জন্য, যেটা আমি উপভোগ করতে চাই।’

তিন ম্যাচের জন্য নেতৃত্ব অবশ্যই চ্যালেঞ্জের। থাকবে ভালো করার চাপ। দলীয় পারফরম্যান্সে কঠিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সোহান। কণ্ঠেই শোনা গেল চ্যালেঞ্জ মোকাবেলার আত্মবিশ্বাস, ‘এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য।’

ব্যক্তি নন দল আগে ড্রেসিংরুমে ও মাঠে এমন সংস্কৃতি গড়ে তুলতে চান সোহান, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি। দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’

ভয়-ডরহীন ক্রিকেট খেলতে চান সোহান, 'আমার মনে হয়, ভীতিহীন ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ‍্যই চেষ্টা থাকবে, সেটা যেন করতে পারি। ফল নিয়ে আগে থেকে চিন্তা করলে অনেক সময় প্রক্রিয়া ঠিক থাকে না। প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। ফল নিয়ে খুব বেশি কিছু চিন্তা করছি না। ভীতিহীন ক্রিকেট খেললে ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।'

এ সম্পর্কিত আরও খবর