বিশ্বকাপে চোখ রেখে সিরিজ জয়ের স্বপ্ন বুনছে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 00:27:34

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ডোমেনিকার উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দেখছেন সিরিজ জয়ের সুযোগ, ‘দল হিসেবে আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’

টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি দলে তার প্রভাব পড়বে না। এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি ম্যাচই জিতেছিল টাইগাররা। সেই সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে টাইগাররা। মাহমুদউল্লাহ বলেন, ‘আজকে আমি আর সাকিব বাসে আসার সময় ওই সময়কার কথাগুলো বলছিলাম। আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (অতীত রেকর্ড) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসাথে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু।’

প্রস্তুতি আর উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আজ (শুক্রবার) বৃষ্টি পড়ছে, আবহাওয়ার কন্ডিশন সেই সুযোগ দেয়নি। সেন্ট লুসিয়ায় অনুশীলন সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি ওদের বলেছি- যারা মানসিকভাবে এগিয়ে থাকবে, বিশেষভাবে আমাদের কথা বলেছি, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে এটাই ভালো করার সবচেয়ে ভালো সুযোগ।’

এ সম্পর্কিত আরও খবর