তুর্কমেনিস্তানের কাছেও ধরাশায়ী বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:25:30

সেট-পিস ভয় নিয়েই মিশন শুরু করেছে বাংলাদেশ। যে কারণে বাহরাইনের কাছে শুরুতেই সেট-পিস থেকে পিছিয়ে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ঘটল একই ঘটনা। সেই সেট পিসে পা হড়কালো জামাল ভূঁইয়াদের। ফের গোল হজমের পুনর্মঞ্চায়ন দেখল ফুটবল প্রেমীরা।

তবে গোল খেয়েই সমতায় ফিরল মাত্র পাঁচ মিনিটের মধ্যে। মোহাম্মদ ইব্রাহিম সমতা ফেরান বাংলার দামাল ছেলেদের। ঘুরে দাঁড়িয়ে দরিুণ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছিলেন দেশের ফুটবলার। পাসিং ফুটবলে আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিলেন সাজ্জাদ-রফিক-সুফিলরা। শেষ হাসি হাসল তুর্কমেনিস্তান। শেষ দিকে হঠাৎ গোল হজম করে বাংলাদেশ মাঠ ছাড়ল ২-১ গোলের হতাশা সঙ্গী করে।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম সাত মিনিটের মধ্যে চারটি কর্নার পায় তুর্কমেনিস্তান। বাংলাদেশ তিনটি ঠেকিয়ে দিলেও চতুর্থটি রুখতে পারেনি। সুযোগটা কাজে লাগায় প্রতিপক্ষ। আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের ক্রস শট ফাঁকি দেয় গোলরক্ষক জিকোর চোখ। 

বাংলাদেশ গোলের দেখা পায় দ্বাদশ মিনিটে। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে রাকিব হাসানের ব্যাক হেড পতিপক্ষের গোলরক্ষক লাফিয়ে বিপদমুক্ত করতে পারেননি। তার হাত ছোঁয়া বলে মাথা স্পর্শ করে সমতা ফেরান ইব্রাহিম।

এ নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে ধরাশায়ী হলো বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ২-০ গোলে হার মেনে বাছাই শুরু করেছিল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে এটাই তুর্কমেনিস্তানের প্রথম জয়। কেননা স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে বাছাই শুরু করেছিল তারাও।

এ সম্পর্কিত আরও খবর