দুরন্ত হ্যাটট্রিকে লেওয়ানডোস্কির অদ্বিতীয় রেকর্ড

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 19:00:13

অনন্য এক কীর্তি গড়লেন রবার্ট লেওয়ানডোস্কি। ম্যাচের শুরুর ২৩ মিনিটের মধ্যে অসাধারণ এক হ্যাটট্রিক হাঁকিয়ে লিখলেন নতুন ইতিহাস। ম্যাচ শুরুর পর থেকে এটিই দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 

লেওয়ানডোস্কির নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা নিজেদের মাঠে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ক্লাব সালজবুর্গকে। সুবাদে দুই লেগ মিলিয়ে ৮-২ গোল ব্যবধান ইউরোপ সেরাদের আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা। 

অ্যালিয়াঞ্জ এরিনায় ১২ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান লেওয়ানডোস্কি। ২১ মিনিটে পূর্ণ করেন দ্বিতীয় গোল। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ২৩তম মিনিটে হ্যাটট্রিক করেন তারকা এ পোলিশ স্ট্রাইকার। এনিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ গোলের দেখা পেলেন এ ফুটবল সুপারস্টার। চ্যাম্পিয়নস লিগের শততম ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিলেন এ পোল্যান্ড অধিনায়ক। 

শুরুর পর দ্রুততম হ্যাটট্রিক হলেও সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড করেন বাফেতিমবি গোমিস। অলিম্পিক লিওঁ'র হয়ে ২০১১ সালে ডিনামো জাগরেবের বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে আট মিনিটের ব্যবধানে তিন গোল করেছিলেন ফরাসি এ স্ট্রাইকার। 

ম্যাচে লেওয়ানডোস্কির ট্রেবল গোলের সঙ্গে জোড়া গোল করেন টমাস মুলার। সঙ্গে বায়ার্নকে গোল এনে দেন সার্জ গনাব্রি ও লেরয় স্যান। অতিথি সালজবুর্গের হয়ে একটি গোল শোধ করেন মাউরিটস জায়েরগার্ড।

এ সম্পর্কিত আরও খবর