কাছে গিয়েও জয় ছোঁয়া হলো না ফারজানাদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 20:28:24

নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ। কিন্তু একটিতেও জয়ের দেখা পেল না দেশের মেয়েরা। প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ১০৯ রানে হার মানে নিগার সুলতানারা। এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে জয়ের কাছাকাছি গিয়ে পারল না দেশের মেয়েরা। বৃষ্টি আইনে ৭ রানে ধরাশায়ী হয়েছে তারা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লিনকনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের মেয়েরা ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে গড়ে ১৯৯ রানের পুঁজি। দলের হয়ে আলিয়া রিয়াজ ৪৫* রানে অপরাজিত থেকে যান। ৪৪ রান আসে জাভেরিয়া খানের ব্যাট থেকে। সঙ্গে বিসমাহ মারুফ ৩২ ও ফাতিমা সানা ২৯ রান যোগ করেন। তবে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা ও রিতু মণি। একটি উইকেট যায় নাহিদা আক্তারের পকেটে।

জবাবে দাপুটে এক অর্ধ-শতক হাঁকান ফারজানা হক। সেঞ্চুরির আভাস দিয়েও পাননি জাদুক তিন অঙ্কের দেখা। ৯৫ বলে ৬ বাউন্ডারিতে খেলেন ৭১ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস। ৩০ রান এনে দেন রুমানা আহমেদ।

পাকিস্তানের হয়ে ফাতিমা সানা একাই শিকার করেন ৪ উইকেট। তিনটি উইকেট পান নাশরা সান্ধু।

প্রস্তুতি পর্ব শেষ। এখন অপেক্ষা বিশ্বকাপের মূল পর্বে মাঠের লড়াইয়ের। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে শনিবার ভোরে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এ সম্পর্কিত আরও খবর