গ্রিয়ালিশের গোলের নেপথ্যে মেসি, শেষ আটে সিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:50:41

ম্যানচেস্টার সিটির গোলে 'অ্যাসিস্ট' করলেন লিওনেল মেসি। ব্যাপারটা এলোমেলো মনে হচ্ছে, তাই না? ভাবছেন, আর্জেন্টাইন সুপারস্টার তো খেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। তাহলে মেসি কিভাবে ম্যানসিটির গোলে সহায়তা করলেন? এবার ব্যাপারটা খোলাসা করা যাক। 

মাঠে নামার আগে লিওনেল মেসির গোলের ভিডিও দেখেন জ্যাক গ্রিয়ালিশ। তাতেই অনুপ্রাণিত হয়ে এফএ কাপে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন তারকা এ প্লেমেকার। তার সেই গোলেই নেপথ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন মেসি। 

তাতেই এফএ কাপে ম্যানচেস্টার সিটি ছিনিয়ে নিয়েছে কষ্টের জয়। প্রতিপক্ষ পিটারবরোকে ২-০ গোলে হারিয়ে কোচ পেপ গার্দিওলার দল পৌঁছে গেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

লক্ষ্যে প্রথম শট নিয়েই গোলের দেখা পায় ম্যানসিটি।ততক্ষণে পেরিয়ে যায় ম্যাচের এক ঘণ্টা। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলকে লিড এনে দেন রিয়াদ মাহরেজ। সাত মিনিট পরে সর্বকালের সবচেয়ে দামী ব্রিটিশ ফুটবলার গ্রিয়ালিশ গোল করে সিটিকে শেষ আটে পৌঁছে দেন। দুটি গোলেই সহায়তা করেন ফিল ফোডেন। 

টুর্নামেন্টের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হার মেনেছে স্বাগতিক মিডলবরোর মাঠে। হার মেনে আসর থেকে বিদায় নিয়েছে স্পার শিবির।

এ সম্পর্কিত আরও খবর