রাশিয়ায় হবে না চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:46:23

চলতি বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক ছিল রাশিয়ার শহর সেন্ট পিটার্সবুর্গ। কিন্তু এবার আর রাশিয়ার মাটিতে হচ্ছে না ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাকর আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি। তবে ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণেই ফাইনাল আয়োজনের স্বত্ব হারিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। 

ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা খবরটি নিশ্চিত করে জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আকর্ষণীয় ম্যাচটি বসবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

উয়েফার আগের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের স্টেডিয়াম গ্যাজপ্রম অ্যারেনায় হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সিদ্ধান্তে বদল আসায় আগামী ২৮ মে ইউরোপীয় ফুটবলের ফাইনাল ম্যাচটি হবে প্যারিসের স্তাদ দি ফ্রান্সে।

উয়েফা আরও জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের হোম ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

এ সম্পর্কিত আরও খবর