মার্চে মালে-সিলেটে দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 13:30:17

সব ফুটবলাররা করোনা প্রতিরোধী টিকা না নেয়ায় জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলতে পারেনি ইন্দোনেশিয়ায়। তবে এরইমধ্যে ফুটবলারদের অনেকেই ভ্যাক্সিন পেয়েছেন। ফলে দল ফিরছে মাঠে।

আগামী মার্চের ফিফা উইন্ডোতে দেশের ফুটবলাররা দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন। জামাল ভূঁইয়ারা একটি ম্যাচ খেলতে যাবেন মালদ্বীপ সফরে। মঙ্গোলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তারা খেলবে সিলেটে।

মালদ্বীপের রাজধানীর মালে স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে ২৪ মার্চ। সিলেট স্টেডিয়ামে দেশের ছেলেরা মাঠে নামবে ২৯ মার্চ। 

জামাল ভূঁইয়াদের ম্যাচ দুটি নিয়ে বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কয়েকটি (লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া) দেশের আলোচনা হয়েছিল। পরবর্তীতে আমরা সব কিছু বিচার বিবেচনা করে মালদ্বীপে একটি অ্যাওয়ে ও সিলেটে একটি হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিই। ২৪ মার্চ মালদ্বীপ ম্যাচ খেলে ফুটবলাররা পরের দিন সরাসরি সিলেটে যাবে। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে।’

এ সম্পর্কিত আরও খবর