জয়ে রঙিন কিংসের ইতিহাস লেখা ম্যাচ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:47:29

নতুন ইতিহাস লিখল বসুন্ধরা কিংস। বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের মাঠে খেলার অনন্য এক কীর্তি গড়ল তারা। ক্লাবের ঐতিহাসিক ম্যাচটি দারুণ জয়েও রাঙিয়েছে কোচ অস্কার ব্রুসনের দল।

আজ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে ৩-০ গোলে ধরাশায়ী করেছে কিংস। জোড়া গোল উপহার দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন ডি সিলভা রবিনহো। অন্য গোলটি উপহার দেন নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার এলিটা কিংসলে।

হার দিয়েই এবারের বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন মৌসুম শুরু করেছিল বসুন্ধরা কিংস। নিজেদের উদ্বোধনী ম্যাচে হার মেনেছিল তারা লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ।

এরপর বর্তমান চ্যাম্পিয়নরা তুলে নিল টানা তিন জয়। তাদের সামনে এখন হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের হাতছানি। মিশনটা সামনে রেখে কিংস চার ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট।

অন্য দিকে সিলেট জেলা স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চমাখা ম্যাচটি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

এ সম্পর্কিত আরও খবর