পেনাল্টি মিস রোনালদোর, নকআউট ম্যানইউ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 15:57:35

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্বল দল মিডলসবরোর কাছে ধরাশায়ী হয়ে এফএ কাপ থেকে বিদায় করেছে রেড ডেভিলরা।

প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। বিরতির পর সমতায় ফেরে চ্যাম্পিয়নশিপের দলটি। আর শ্বাসরুদ্ধকর ১৬ শটের ম্যারাথন পেনাল্টি শ্যুটআউটে তো ৮-৭ গোলে জয়ই ছিনিয়ে নেয় দ্বিতীয় সারির দলটি। 

ইউনাইটেডের তরুণ স্ট্রাইকার অ্যান্থনি এলাঙ্গার শট চলে যায় গোলবারের ওপর দিয়ে। এতেই জয়ের আনন্দে মাতে কোচ ক্রিস্টোফার ওয়াইল্ডারের দল মিডলসরো। ২০১৫ সালে ম্যানচেস্টার সিটিকে একইভাবে হতাশ করেছিল দলটি। 

গোলের অনেক সুযোগই নষ্ট করেছে ম্যানইউ। প্রতিপক্ষের গোলমুখে ৩০টি শট নেয় তারা। কিন্তু গোলের দেখা পায়নি। আর প্রথমার্ধে পেনাল্টি মিস করে বসেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে এফএ কাপ অভিষেকে জ্যাডন সানচো গোল করে স্বাগতিকদের রেখে ছিলেন শেষ ষোলর পথে। কিন্তু ম্যাট ক্রুকসের বিতর্কিত গোলে বিরতির পর সমতায় ফেরে মিডলসবরো। নির্ধারিত সময়ে ১-১ গোলের অমীমাংসিত ম্যাচের ভাগ্য গড়ায় শেষে পেনাল্টি শ্যুটআউটে। তাতেই কপাল পুড়ে ম্যানইউ'র। 

এ সম্পর্কিত আরও খবর