বিপিএলে আসছে ‘পূর্ণ’ ডিআরএস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:33:03

একটু তাড়াহুড়ো করেই বিপিএল আয়োজন করেছে বিসিবি। তারমধ্যে ছিল করোনা সংক্রমণের চোখ রাঙানি। যে কারণে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবস্থা করতে পারেনি বোর্ড। এজন্য সমালোচনা হজম করতে হয়েছে দেশের ক্রিকেট-কর্তা ব্যক্তিদের। এবার টুর্নামেন্টের মাঝেই ডিআরএসের ব্যবস্থা করেছে আয়োজকরা। সেমি-ফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণ’ ডিআরএস।

আজ বুধবার, ২ ফেব্রুয়ারি মিরপুরে গণমাধ্যমকে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের শেষের অংশে বিপিএলের যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস’কে ইন্ট্রোডিউস করা যায় কিনা।’

সঙ্গে আরও যোগ করেন নিজামউদ্দিন, ‘প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে এটলিস্ট আমাদের শেষ স্লটের যে ম্যাচগুলো হবে ঢাকাতে, পরিকল্পনা আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করা। ফুল ডিআরএসটা।’

বিপিএলের পর্দা উঠে ঢাকায়। কিন্তু এ পর্বের ৮ ম্যাচে কোনো ডিআরএস ছিল না। পরে চট্টগ্রাম পর্বে স্লো-মোশন ক্যামেরার মাধ্যমে ‘এ ডিআরএস’ প্রক্রিয়া চালু করলে বেশি সমালোনার মুখে পড়ে বোর্ড। এবার ঢাকায় ৪ ম্যাচ হলে বিপিএল যাবে সিলেটে। সেখান থেকে আবার ঢাকায় ফিরলে ডিআরএস থাকবে। আফগান সিরিজেও থাকবে ডিআরএস।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই চলছে বিপিএল। তবে আফগান সিরিজে দর্শক ফেরাতে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটাই মেনে চলবে বিসিবি। এনিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো সেভাবেই সিরিজটা আয়োজন করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর