রোশেন সিলভার ব্যাটে লঙ্কানদের স্বস্তি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 12:17:40

গল টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রীলঙ্কান দলের। জয়ের জন্য মরিয়া হয়ে উঠা স্বাগতিকরা অবশ্য বেশ ভালই লড়ছে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ক্যান্ডি টেস্টে এরইমধ্যে লিড নিয়েছে লঙ্কানরা। ইংল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে ৪৬ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ড থেমেছিল ২৯০ রানে। তারপর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা অলআউট ৩৩৬ রানে।

দলকে লিড এনে দিয়েছেন রোশেন সিলভা। ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবে তার আগে দিমুখ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে এসেছে ফিফটি।

বৃহস্পতিবার ১ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত নাইটওয়াচম্যান মালিন্দা পুস্পকুমারাকে ফিরিয়ে মঈন আলি উইকেট শিকার শুরু করলেও এরপরই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তৃতীয় উইকেট জুটিতে করুনারত্নে ও ধনাঞ্জয়ার ব্যাটে প্রতিরোধ। স্পিন-পেস, কোন অাক্রমণই বিচলিত করতে পারেনি তাদের। ৯৬ রানের জুটি গড়েন দু'জন।

শেষ পর্যন্ত ১২৫ বলে ৬৩ করে আউট করুনারত্নে। ৫৯ রান তুলে ধনাঞ্জয়াকে ফিরতেই চাপে পড়ে স্বাগতিকরা। অ্যাঞ্জেলো ম্যাথুসকে চটজলদি ফিরলে দিশেহারা হয়ে যায় লঙ্কান সমর্থকরা। মনে হচ্ছিল ১ম ইনিংসে লিড নেবে সফরকারীরাই। এরপরই ইংলিশ বোলারদের বেশ সামাল দিয়েছেন রোশেন। সপ্তম উইকেটে নিরোশান ডিকভেলাকে নিয়ে গড়েন ৪৬ রানের জুটি। তারপর অষ্টম উইকেটে দিলরুয়ান পেরেরাকেও নিয়েও লড়লেন কিছুক্ষণ। দু'জন গড়েন ৪১ রানের জুটি। পরের জুটি আকিলা দনাঞ্জয়ার সঙ্গে তুলেন ৫৬ রান। আর এভাবেই লিড নেয় লঙ্কানরা।

রোশেন সিলবার ব্যাট থেকে আসে ৮৫ রানের অসাধারণ এক ইনিংস। পরিস্থিতি বুঝে খেলেছেন তিনি। তার দ্বায়িত্বশীল ব্যাটিংয়েই ঘুরে দাঁড়ানোর রসদ পেল লঙ্কানরা।

তিনটি করে উইকেট নিয়েছেন জ্যাক লিচ ও আদিল রশিদ। মঈন আলির শিকার দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০/১০

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১০৩ ওভারে ৩৩৬/১০ (করুনারত্নে ৬৩, পুস্পকুমারা ৪, ধনাঞ্জয়া ৫৯, কুসল মেন্ডিস ১, ম্যাথিউস ২০, রোশেন ৮৫, ডিকভেলা ২৬, দিলরুয়ান ১৫, দনাঞ্জয়া ৩১, লাকমল ১৫*; লিচ ৩/৭০, মঈন ২/৮৫, রশিদ ৩/৭৬, রুট ১/২৬)।

ইংল্যান্ড ২য় ইনিংস: ১ ওভারে ০/০

এ সম্পর্কিত আরও খবর