সাউদ্যাম্পটনে থামল ম্যানসিটির জয়রথ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 10:34:45

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে জয় তুলে নিয়েছে ঠিকই। কিন্তু জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ইতেহাদ শিবির ১-১ গোলে ড্র করে ফিরেছে সাউদ্যাম্পটনের মাঠ থেকে। 

অক্টোবরের পর এই প্রথম পয়েন্ট হারাল ম্যানসিটি। তবে সেন্ট মেরি'তে পয়েন্ট পেতে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিক সাউদ্যাম্পটনকে। ড্র করেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১২ পয়েন্টে এগিয়ে রইল শীর্ষে থাকা দলটি। 

এর আগে টানা ১২ ম্যাচ জিতেছে কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি। দুরন্ত সেই পারফরম্যান্সে প্রতিপক্ষ লিভারপুল ও চেলসিকে পেছনে ফেলে এগিয়ে গেছে শিরোপা লড়াইয়ে। তবে সেই জয়যাত্রায় এবার ছেদ পড়ল। 

নাথান রেডমন্ডের সঙ্গে ওয়ান টু পাস খেলে ম্যাচের সপ্তম মিনিটে আয়োজক সাউদ্যাম্পটনকে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স। বিরতির পর কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক থেকে উড়ে যাওয়া বলে মাথা ছুঁয়ে ম্যানসিটিকে সমতায় ফেরান আইমেরিক লাপোর্তে।

এ সম্পর্কিত আরও খবর