ফিফার বর্ষসেরা ফুটবলার লেওয়ানডোস্কি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:34:36

ব্যালন ডি’অর ট্রফি হাতছাড়া হয়েছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছে। তবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসে ঠিকই মাত করলেন রবার্ট লেওয়ানডোস্কি। মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার বনে গেলেন তারকা এ পোলিশ স্ট্রাইকার। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লেওয়ানডোস্কি। অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেয়ার পথে বায়ার্ন মিউনিখের এ ফরওয়ার্ড হারিয়ে দিয়েছেন তিনের সংক্ষিপ্ত তালিকায় অন্য দুই মেগাস্টার পিএসজি'র লিওনেল মেসি ও মিশরীয় ফুটবল রাজপুত্র মোহামেদ সালাহকে।

চেলসির কোচ টমাস টাচেল জিতেছেন সেরা কোচের পুরস্কার। পুরুষ বিভাগের মতো নারী বিভাগের সেরা কোচের পুরস্কারও উঠেছে স্টামফোর্ড ব্রিজে। জিতেছেন এম্মা হায়েস।

মেসি ব্যক্তিগত অর্জনের কোনো পুরস্কার না জিতলেও ঠিকই অ্যাওয়ার্ড পেয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন এ পর্তুগিজ মহাতারকা।

আর্সেনালের বিপক্ষে চমৎকার এক 'র‍্যাবোনা' গোল করে সেরা গোলের পুরস্কার জেতেন টটেনহ্যাম হটস্পারের এরিক লামেলা। পুরুষ বিভাগে সেরা কিপারের পুরস্কার পেয়েছেন চেলসির এদোয়ার্দো মেন্দি। 

এ সম্পর্কিত আরও খবর