স্পিনারদের দাপট দেখানো শুরু

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 03:52:57

প্রথম সেশনে ভালই সামনে বাড়ছিলো জিম্বাবুয়ে। ব্রায়ান চারির উইকেটই হিসেবটা বদলে দিলো। দাপটের দাবিটা বাংলাদেশকেই বেশি মানিয়ে গেল। ঢাকা টেস্টের তৃতীয়দিনের সকালের সেশন শেষে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১০০ রান। দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ৭৫ রান তুলে জিম্বাবুয়ে। হারায় ২ উইকেট। বাংলাদেশের চেয়ে তখনো ৪২২ রানে পিছিয়ে ছিলো জিম্বাবুয়ে। ফলোঅন এড়াতে প্রয়োজন ছিলো আরো ২২৩ রান।

তৃতীয়দিনের প্রথম ঘন্টায় জিম্বাবুয়ের স্কোরে জমা হয় মাত্র ১৭ রান। হারায় তারা আগের দিনের নাইটওয়াচ ম্যান তিরিপানোকে। তাইজুলের বলে স্লিপে মেহেদি মিরাজের হাতে ক্যাচ দিয়ে ৮ রানে ফিরেন তিরিপানো। অপর ওপেনার ব্রায়ান চারি আক্রমনাত্মক ব্যাটিংকেই বড় রক্ষাকবচ হিসেবে বেছে নিলেন। খালেদ আহমেদকে ছক্কা স্কয়ার লেগের ওপর দিয়ে দারুণ একটা ছক্কা হাঁকান। স্পিনার তাইজুল ইসলামের একওভারে তিন বাউন্ডারি হাঁকিয়ে ১২ রান তুলে নেন। দলের রান যখন ৮৫ ঠিক তখনই ব্রায়ান চারির হাফসেঞ্চুরিও পুরো হয়ে যায়। বাধ্য হয়ে বোলিংয়ে বদল আনতে বাধ্য হন মাহমুদউল্লাহ রিয়াদ। পরিকল্পনাটা দারুণ কাজে দেয়। মেহেদি মিরাজের বলে লেগ স্লিপে ক্যাচ তুলেছিলেন চারি। কিন্তু মাহমুদউল্লাহ সেই ক্যাচে হাত লাগিয়েও ফেলে দিলেন। তবে সেই ক্যাচ মিসের সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হলেন চারি। পরের বলেই আরেকটি ক্যাচ দিলেন। প্যাডে লেগে আসা বলটা শর্ট লেগে দাড়ানো মমিুনলের হাতে জমা হওয়ার আগের চারি গ্লাভস ছুঁয়ে আসে। আউটের আপিল উঠে। কিন্তু আম্পায়ার আউট দেননি। মাহমুদউল্লাহ রিভিউ নেন। রিভিউতে পরিস্কার দেখা গেল বল চারির গøাভসের কোনা ছুঁয়ে আসে; আউট! ৫৩ রানে শেষ হয়ে ব্রায়ান চারির ইনিংস।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের তিনটি উইকেট পড়েছে। এই তিনটিতেই তাইজুল ও মিরাজের যৌথ যোগ রয়েছে। দুটি উইকেট নেন তাইজুল। সেই দুটি ক্যাচও ধরেন মেহেদি মিরাজ। সকালে একটি উইকেট নেন মেহেদি মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয়দিন লাঞ্চ পর্যন্ত) বাংলাদেশ ১ম ইনি: ৫২২/৭  (১৬০ ওভারে ওভারে, ইমরুল ০, লিটন ৯, মিঠুন ০, মমিনুল ১৬১, মুশফিক ২১৯*, তাইজুল ৪, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ৪, মেহেদি মিরাজ ৬৮* অতিরিক্ত ২১ , জারভিস ৫/৭১)। জিম্বাবুয়ে ১ম ইনি: ১০০/৩ (৪৪ ওভারে, মাসাকাদজা ১৪, চারি ৫৩, তাইজুল ২/৩, মিরাজ ১/১৩)

এ সম্পর্কিত আরও খবর