ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন আবাহনী

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:09:58

টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ঢাকা আবাহনী। স্বাধীনতা কাপের সেরা দলটি এবার ছিনিয়ে নিল ফেডারেশন কাপে শিরোপাও। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

এরআগে ২০১৮ সালে সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা ছিনিয়ে ছিল আবাহনী। সেবার ফাইনালে তারা হারিয়ে দেয় বসুন্ধরা কিংসকে। পরে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা। এবার টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করল আবাহনী। এনিয়ে আসরে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা ১২তে নিয়ে গেল ধানমন্ডির ক্লাবটি।

২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখেছিল রহমতগঞ্জ। কিন্তু সেবার বসুন্ধরা কিংসের কাছে হেরে তাদের শিরোপা স্বপ্ন ভেঙে যায়। এবার তাদের তাদের হতাশ করল আবাহনী। দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আর একটি সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের শ্রেষ্ঠত্ব থেকে বঞ্চিত হলো তারা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে ভাঙে ম্যাচের নীরবতা। আবাহনী এগিয়ে যায় কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবাহনী। যোগ হয় আরও একটি গোল। রাকিব হোসেনের গোলে আবাহনী লিড নেয় ২-০ ব্যবধানে।

ম্যাচের ৭৪তম মিনিটে রহমতগঞ্জের হয়ে জয়ের ব্যবধান কমান ফিলিপ। গোলরক্ষক সোহেল পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও বল রুখতে পারেননি। পরে রহমতগঞ্জ আর কোনো গোল করতে না পারায় জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

এ সম্পর্কিত আরও খবর