বৃষ্টির মাঝে তাসকিন-রাহীর দাপট, নিউজিল্যান্ড ৭১/৫

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 19:56:18

নিউজিল্যান্ডে পা রাখার পরই বৃষ্টি পিছু নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রথমবার কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েও অনুশীলনে মাঠে নামতে পারেনি টাইগাররা। পরে তো কোয়ারেন্টিন জটিলতায় ফের হোটেলবন্দি হয়ে পড়েন লাল সবুজের প্রতিনিধিরা। পরে অবশ্য কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে দেশের ক্রিকেটাররা।

অনুশীলন শেষে দুই দিনের ওয়ার্ম-ম্যাচে মাঠে নামতেই ফের বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসল আজ মঙ্গলবার ২৮ ডিসেম্বর। তবে বৃষ্টিভেজা মাঠে মুমিনুল হকরা যে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখালেন। তা সত্যি বাহবা পাওয়ার যোগ্য। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে দাপট দেখালেন পেসাররা। তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহীর আগুনে বোলিংয়ে প্রথম দিন শেষে ২৭.৩ ওভারে ৭১ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে ফেলেছে নিউজিল্যান্ড একাদশ।

মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে বোলিং বেছে নেয় সফরকারী দল। শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করে উঠতে পারেনি স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২১* রান নিয়ে এখনো ক্রিজে টিকে আছেন জ্যাকব ভুলা। তবে ২০ রান নিয়ে সাজঘরের পথ ধরেছেন জ্যাক বোয়েল। ১৮ রান এসেছে মিচ রেনউইকের ব্যাট থেকে।

৯ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী। ৮.৩ ওভারে ২৬ খরচায় তাসকিন আহমেদ পান ২ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর