ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকের খোঁজে বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 09:01:19

সময়মতো গ্যারান্টি মানি জমা না দেওয়ায় ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ফেব্রিক্স লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড। এ জন্য দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছিল, এবারের বিপিএলে বিসিবি’র কর্তা-ব্যক্তিরাই পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেটা হচ্ছে না। ঢাকার জন্য নতুন মালিক খুঁজতে মাঠে নেমে পড়েছে বোর্ড।

বিসিবি’র অধীনে আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে শক্তিশালী দল গড়েছে ঢাকা। মাহমুদউল্লাহ রিয়াদের পর তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, নাঈম শেখের সঙ্গে দলে নিয়েছে মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানার মতো তারকা খেলোয়াড়দের।

খবরটি নিশ্চিত করে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘মালিকানা না দিলেও আপনি যদি দেখেন তামিম, রিয়াদ, মাশরাফি, নাঈম শেখের মতো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ঢাকা দল কিন্তু সেরাদের একটা। অবশ্যই গতকাল রাতে আমাদের মাননীয় সভাপতি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে এটা হয়তো স্পন্সরশিপ বা মালিকানা দিয়ে দিব।’

মল্লিক ঢাকার মালিকানা হস্তান্তর নিয়ে বলেন, ‘গতকাল রাতে আরেকজন যিনি আগে নিতে চেয়েছিলেন। আমরা চিন্তা করেছি বোর্ড আগে দলটা তৈরি করে ফেলুক। তৈরি করার পর আমরা হয় স্পন্সরশিপ না হয় মালিকানা ব্যানারে হোক এটা আমরা দিয়ে দিব।’

ঢাকার হেড কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। মল্লিক বলেন, ‘ঢাকা দলের কোচ মিজানুর রহমান বাবুল। উনি ওখান থেকে যুক্ত ছিলেন। অধিনায়ক এখনো ঠিক হয়নি, যেহেতু এটা বোর্ডের টিম মাননীয় বোর্ড সভাপতির সাথে কথা বলে...। কালকে রাতে এভাবেই ছিল, আজকে তো রিয়াদ, তামিম, মাশরাফিরা যোগ দিয়েছে, এটা দেখতে হবে তাদের সাথে কথা বলে।’

এ সম্পর্কিত আরও খবর