শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:50:36

ফাইনালের টিকিটের জন্য একটি পয়েন্টই যথেষ্ট ছিল। কিন্তু বাংলাদেশের মেয়েরা কেড়ে নিলো পুরো তিনটি পয়েন্ট। শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের নাম লেখার আগে মাতল গোল উৎসবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা রীতিমতো ভাসিয়ে দিল গোল বন্যায়। লিগ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের ১২-০ গোলে গুড়িয়ে দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল মারিয়া মান্ডারা।

প্রথমার্ধেই লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে যায় ৪-০ গোলে। বিরতির পর আরও ৭ গোল পায় স্বাগতিকরা। হ্যাটট্রিক থেকে যার ৬টি গোল করেছেন দুজনে, আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। ডাবল গোল উপহার দেন ঋতুপর্না চাকমা ও আনুচিং মোগিনী। বাকি দুই গোল এনে দেন আঁখি খাতুন ও উন্নতি খাতুন। সেসুবাদেই বড় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্টের পুঁজি নিয়ে লিগ পর্বের সেরা হয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে তারা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার জন্য দুদল লড়বে ২২ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর