জাপানের কাছে উড়ে গেল বাংলাদেশ

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 05:51:32

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অন্তত লড়াই করেছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে লড়াইটাও জমিয়ে তুলতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে জাপানের কাছে রীতিমতো উড়ে গেল কোচ গোবিনাথান ইমানের দল।

এ নিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচে ধরাশায়ী হলো এশিয়ান হকি র‌্যাঙ্কিংয়ে নবম সেরা দল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে লড়াই করে হারে ৩-২ গোলে।

তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি দেশের ছেলেরা। প্রিলিমিনারি রাউন্ডের পয়েন্ট তালিকার তলানিতে পঞ্চম স্থানে পড়ে আছে স্বাগতিকরা। ফলে সেমি-ফাইনালে উঠার স্বপ্নটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। শেষ চারে খেলতে হলে আগামীকাল পাকিস্তানকে হারাতেই হবে তাদের। ড্র করলেও বাদ পড়বে দেশের ছেলেরা। আর হারলে তো কথাই নেই।

আজ শনিবার, ১৮ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জিমি-খোরশেদদের ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে দূর প্রাচ্যের প্রতিপক্ষ জাপান। প্রথম কোয়ার্টারে খানিকটা ভালো পারফরম্যান্সের আভাস মেলে স্বাগতিকদের কাছ থেকে। পরের দুই কোয়ার্টারে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে জাপানের ছেলেরা।

জাপানের হয়ে জোড়া গোল করেন কাতো রাইওসেই। দলের হয়ে বাকি তিন গোল করেন কেনতা তানাকা, রাইকি ফুজিমা ও সেরেন তানকা।

আগামীকাল রোববার, ১৯ ডিসেম্বর লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর