আসাম থেকে ম্যারাডোনার ঘড়ি উদ্ধার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:44:03

প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার একটি চুরি হয়েছিল দুবাই থেকে। খোয়া যাওয়া সেই দামি ঘড়িটি অবশেষে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার, ১১ ডিসেম্বর সকালে ঘড়িটি পাওয়া গেছে ভারতের আসামে। ঘড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করে লিখেন, ‘আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করেছে। এই ঘটনায় ওয়াজিদ নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দুবাইয়ের এমন এক প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর হিসেবে কাজ করতেন ওয়াজিদ। যাদের কাজ ছিল নানা জিনিস পত্র দেখভাল করা। ওই প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল ম্যারাডোনার ঘড়িটিও। পরে ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন ওয়াজিদ।

শিবসাগর পুলিশ সুপার রাকেশ রৌশন ঘড়ি উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়ে বলেন, ‘শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমরা তল্লাশি অভিযান শুরু করি। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওয়াজিদকে। উদ্ধার করা হয় চুরি হওয়া ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটিও। এখন চলছে তদন্ত।’

এ সম্পর্কিত আরও খবর