ঢাকা টেস্টের তৃতীয় দিনের পুরোটাই বৃষ্টির পেটে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:30:27

দ্বিতীয় দিনে তাও ৬.২ ওভার খেলা হয়েছিল। কিন্তু তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াল না। পুরো দিনটি চলে গেছে বৃষ্টির পেটে। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা বন্দী হয়ে রইলেন টিম হোটেলে। 

গতকাল খেলা হয়েছে মাত্র আধা ঘণ্টা। সব মিলিয়ে খেলা গুড়িয়েছে ৬.২ওভার। এ কারণে খানিকটা ক্ষতি পুষিয়ে নিতে আজ সোমবার, ৬ ডিসেম্বর খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাই শুরু করা যায়নি।

দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬২.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৮ রান।

ক্যাপ্টেন বাবর ৭১* রানের দুরন্ত এক ইনিংস খেলে এখনো ক্রিজে টিকে আছেন। তার ১১৩ বলের চমৎকার ইনিংসটি সাজানো রয়েছে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। ১৩৬ বলে ৭ বাউন্ডারিতে ৫২* রানে বাবরকে সঙ্গ দিয়ে চলেছেন আজহার আলী।

দ্বিতীয় দিন ৬.২ ওভার ব্যাটিং করে পাকিস্তান দলীয় স্কোরে যোগ করে ২৭ রান। তবে টাইগার বোলাররা কোনো পাননি। বাবর আজম ব্যক্তিগত স্কোরে যোগ করে ১১ রান। আর আজহার আলীর ব্যাট থেকে আসে ১৬ রান। এতেই ফিফটি পূর্ণ করেছেন আজহার।

আবহাওয়া ভালো থাকলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে। চেষ্টা করা হবে ৯৮ ওভার খেলার। 

এ সম্পর্কিত আরও খবর