পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ বাবুল, ম্যানেজার নাফিস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:26:15

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। এ জন্য টাইগারদের কোচিং স্টাফে আসছে পরিবর্তন। তারই অংশ হিসেবে ফিল্ডিং কোচ রায়ান কুককে ছেড়ে দিয়েছে বিসিবি। বোর্ড এখন খুঁজছে নতুন ফিল্ডিং কোচ। তার আগে পাকিস্তান সিরিজের আপদকালীন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই কোচ এর আগে দলের সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।

কোচ বাবুল বলেন, ‘আমি এখানে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করব। হাতে সময়ও তেমন নেই কাজ করার। ছেলেদের বেশিরভাগই বয়সভিত্তিক দলের হওয়ায় ওদের আমি ভালোভাবে চিনি। ওদের আমি মৌলিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করেছি। কেন ক্যাচ পড়ছে, কি করা উচিত। এসব কথাই বলেছি।’

বাবুল আরও বলেন, ‘যেহেতু আবহাওয়া খারাপ ছিল তাই বেশি কাজ করাইনি, চোটের ঝুঁকি থাকে। মানসিক চাপ আছেই। সেটা ব্যাটিং, ফিল্ডিংয়ে প্রভাব ফেলতে পারে। চাপটা যে যত কম নিতে পারে, ততই তারা ভালো পারফরম্যান্স দিতে পারবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো টিম ম্যানেজার ছিল না। পাকিস্তান সিরিজে এই দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার নাফিস ইকবাল। ইতোমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন তামিম ইকবালের বড় ভাই। আজ রোববার বাংলাদেশ দলের অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর