রান না দিয়ে স্পিনার অক্ষয়ের বিশ্বরেকর্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 13:29:48

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার বৃষ্টি আর রানের পাহাড়। ব্যাটসম্যানরা প্রস্তুত থাকেন বোলারদের তুলোধুনো করতে। আর প্রতিপক্ষের বোলিং আক্রমণকে কচুকাটা করতে। সেখানে ডট বল দিয়ে মেডেন নেওয়াটা খুবই কষ্টকর। কিন্তু সেই বিধ্বংসী ব্যাটিংয়ের ক্রিকেটে চার ওভারে স্পেলে কোনো রান না দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার অক্ষয় কার্নেয়ার।

বিদর্ভের স্পিনার অক্ষয় অনন্য এ কীর্তি গড়েছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে একজন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন। সেই কোটা তিনি পূর্ণ করেছেন কোনো রান খরচ ছাড়াই।

ব্যাপারটা এখানেই শেষ নয়। কোনো রান না দেওয়ার সঙ্গে অক্ষয় ছিনিয়ে নিয়েছেন দুটি উইকেট। ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি বা আন্তর্জাতিক ক্রিকেটের ছোট্ট সংস্করণে এমন কৃতিত্ব দুনিয়ার আর কোনো বোলারই দেখাতে পারেননি।

বিদর্ভ শুরুতে ব্যাট হাতে নেমে গড়ে ২২২ রানের হিমালয়সম পুঁজি। জবাবে অক্ষয়ের বোলিং নৈপুণ্যে মণিপুর ১৬৩ ওভারেই গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে।বিদর্ভ জয় ছিনিয়ে নেয় ১৬৭ রানের বড় ব্যবধানে।

এ সম্পর্কিত আরও খবর