পাকিস্তান সিরিজে মাঠে ফিরছে দর্শক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:02:47

সর্বশেষ গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেন দেশের দর্শকরা। পরে করোনার কারণে বন্ধ হয়ে যায় দেশের সবধরনের ক্রিকেট। করোনাকালে লকডাউন আর স্বাস্থ্যবিধির গ্যাড়াকলে আটকে পড়েছিল ক্রিকেট অনুরাগীরাও।

গ্যালারিতে বসে ক্রিকেট খেলা উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হন বাংলাদেশের ক্রীড়া অনুরাগীরা। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। মাঠে ফিরছে দর্শক। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে গ্যালারিতে ফিরছে খেলার প্রাণ দর্শক।

তবে মাঠে দর্শক ফেরানোর ব্যাপারে সরকার এখনো অনুমোদন দেয়নি। তাই এখনো চড়ান্ত সিদ্ধান্তও হয়নি। তবে মিলেছে ইতিবাচক সাড়া। তাই খুব দ্রুতই আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার প্রত্যাশা করছে বিসিবি।

তবে মাঠের গ্যালারিতে কানায় কানায় পূর্ণ থাকবে না। বিসিবি টিকিট ছাড়বে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট। সঙ্গে থাকছে শর্ত। করোনা প্রতিরোধী টিকা নেওয়া থাকলেই কেবল মাঠে ঢুকতে পারবেন দর্শকরা।

করোনার কারণে দশ মাস পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা। তবে পুরো সিরিজ আয়োজন করা হয় দর্শকশূন্য মাঠে। পরে মে মাসে শ্রীলঙ্কা, আগস্টে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজও হয় দর্শক ছাড়াই।

গ্যালারিতে দর্শক

বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় মাঠে দর্শক ফেরাতে চাইছে বিসিবি। এনিয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিস্থিতি এখন অনেকটাই ভালো, তাই মাঠে দর্শক ফেরাতে চাই আমরা। ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সরকারের সবুজ সঙ্কেত পেলে চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ইতিবাচক।’

মাঠে প্রবেশ করতে হলে নিতে হবে টিকা। নিজামউদ্দিন বলেন, ‘৫০ ভাগ টিকেট ছাড়া হবে। টিকা নেওয়া আছে যাদের, কেবল তারাই মাঠে ঢুকতে পারবেন। বাচ্চারা যেহেতু টিকা পায়নি, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না।’

পাকিস্তান সিরিজ জৈব-সুরক্ষা বলয়ে হলেও কঠোর কোভিড প্রটোকল থাকবে না বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী। মাঠে বসে খেলা দেখতে হলে দর্শকদের স্বাস্থ্যবিধি মানতে হবে। এবার কাউন্টারের সঙ্গে অনলাইনেও টিকেট ছাড়া হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।

এ সম্পর্কিত আরও খবর