আফগানরা হারলে ব্যাগ গুছিয়ে ঘরে ফিরবেন জাদেজারা!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:59:28

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হার মানে ভারত। যে কারণে সেমি-ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলো জিততে হচ্ছে তাদের। 

শুধু জিতলেই হচ্ছে না। জয় ছিনিয়ে নিতে হচ্ছে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য প্রতিপক্ষদের জয়-পরাজয়ের দিকে। 

আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়েছে ভারত। এবার নিজেদের শেষ ম্যাচে তাদের হারাতে হবে নামিবিয়াকে। 

আগামীকাল যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে। আর ভারত নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ধরাশায়ী করে। তাহলেই সেমি-ফাইনালের টিকিট পাবে ক্যাপ্টেন বিরাট কোহলির দল। আর যদি নিউজিল্যান্ড জিতে যায় তবে আসর থেকে বিদায় নিবে ভারত।

তাই সংবাদ সম্মেলনে রবীন্দ্র জাদেজাকে এক সাংবাদিক প্রশ্ন করলেন, আফগানরা যদি হেরে যায়, তাহলে তারা কী করবেন? জাদেজা উত্তরটা দেন রসিকতার ছলে, ‘কী আর করব, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব। এ ছাড়া আর কীই-বা বাকি থাকবে?’

এ সম্পর্কিত আরও খবর