ওভালে ভারতের দাপুটে জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 00:05:12

কেনিংটন ওভালে চতুর্থ টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩৬৮ রান। উদ্বোধনী জুটিতে দারুন ব্যাটিং করে জয় ছিনিয়ে নেওয়ার আভাস দিয়েছিলেন ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদ।

দুজনে ফিফটিও তুলে নিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। জয়ের ভিত গড়ে দিতে পারেননি দুজনে। আর বাকি ব্যাটসম্যানরাও সেভাবে ভারতীয় বোলারদের বিপক্ষে রুখে দাঁড়াতে পারেনি।

যে কারণে জয়টাও ধরা দেয়নি হাতে। ১৫৭ রানে হেরে যায় ইংলিশরা। ১৯৭১ সালের পর মানে দীর্ঘ ৫০ বছর ওভালে এই প্রথম টেস্ট জিতল ভারত।

সফরকারীদের দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা গুটিয়ে গেছে ২১০ রানে। হাসিব হামিদ ৬৩ রান করেন। বার্নস দলীয় স্কোরে এনে দেন ৫০ রান। ৩৬ রান যোগ করেন ক্যাপ্টেন জো রুট।

উমেশ যাদব ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ। ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯০ রান। আর ভারত দুই ইনিংসে করে ১৯১ ও ৪৬৬ রান। 

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম টেস্ট হয়েছিল ড্র। 

এ সম্পর্কিত আরও খবর