চাকরি ছাড়লেন কোচ মিসবাহ-ওয়াকার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:13:38

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক। তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং কোচ ওয়াকার ইউনিসও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খবরটি নিশ্চিত করেছে।

পিসিবির সঙ্গে এখনো আরও এক বছরের চুক্তি রয়েছে মিসবাহ ও ওয়াকারের। ২০১৯ সালে একসঙ্গে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দুজনে। এবার বিদায়ও নিলেন একসঙ্গে।

সামনের নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্থায়ীভাবে মিসবাহ-ওয়াকারের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক।

চাকরি ছাড়ার কারণ হিসেবে মিসবাহ বলেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

আর ওয়াকার বলেন, মিসবাহ সরে যাওয়ায় তিনিও পদত্যাগ করেছেন, ‘মিসবাহ আমাকে তার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পর আমার জন্য পদত্যাগের সিদ্ধান্ত কঠিন ছিল না। আমরা একইসঙ্গে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসঙ্গে পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

আসলে দুজনের সঙ্গে বোর্ডের কর্তাদের বনিবনা হচ্ছি না। এ নিয়ে নানা গুঞ্জন বিভিন্ন সময়ে ছড়িয়েছে গণমাধ্যামে।

এ সম্পর্কিত আরও খবর