টি-টোয়েন্টিতে কিপিং করতে অনিচ্ছুক মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:02:24

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করার কথা নুরুল হাসান সোহানের। পরের দুই ম্যাচে উইকেটের পিছনে দাঁড়ানোর কথা মুশফিকুর রহিমের। কিন্তু আজ রোববার তৃতীয় ম্যাচে গ্লাভস হাতে মাঠে নামেননি মুশফিক। 

সিরিজের তৃতীয় ম্যাচে সোহান কিপিং গ্লাভস হাতে মাঠে নামার পরই দেশের ক্রিকেটের আকাশে উড়তে নানা প্রশ্ন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উত্তরটা দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। কারণ ব্যাখ্যা করে এ ক্রিকেট গুরু জানান, টি-টোয়েন্টিতে আর উইকেটকিপিং করতে চান না মুশফিক। তাই আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই উইকেটের পিছনের দায়িত্বটা পান সোহান। 

টি-টোয়েন্টিতে উইকেটকিপিং নিয়ে মুশফিকের অনিচ্ছার কথা জানান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। 

প্রোটিয়া কোচ ডমিঙ্গো বলেন, 'এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে সম্ভবত টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।' 

উইকেটকিপিং নিয়ে এখন দলের পরিকল্পনায় রয়েছেন কেবল নুরুল হাসান সোহান ও লিটন দাস। ডমিঙ্গোর ভাষ্য অন্তত তেমনই, 'আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই সংস্করণে কিপিং করার প্রবল ইচ্ছা আছে। এই সিরিজে তাই সোহান ও সম্ভবত লিটনের দিকেই এই দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে আমাদের।' 

এ সম্পর্কিত আরও খবর